চ্যাম্পিয়ন্স ট্রফি: ফাইনালের আগে দুবাইয়ের উইকেট নিয়ে যা বলছেন রাচিন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৫, ১৫:০৫
অ- অ+

দেখতে দেখতেই শেষের দিকে চলে এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের মাঠের লড়াই। দীর্ঘ লড়াই শেষে ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড ও ভারত। দুবাইয়ে আগামী ৯ মার্চ ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত।

দুবাইয়ে এর আগে গ্রুপ পর্বে খেলেছে নিউজিল্যান্ড। এবার সেই মাঠেই খেলবে ফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষেই হেরেছিলেন রাচিন রবীন্দ্ররা। ফাইনালে দুবাইয়ে খেলতে নামার আগে উইকেট নিয়ে দ্বিধায় নিউজিল্যান্ড।

এবারের আসরে একই গ্রুপে ছিল ভারত এবং নিউজিল্যান্ড। সেই দুই দলই এবার খেলবে ফাইনালে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রাচিন বলেন, 'দুবাইয়ের পিচ কেমন হবে জানি না। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বল টার্ন করছিল। কিন্তু আগের দিনের ম্যাচে বল সেভাবে টার্ন করেনি। আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। রবিবার সেই কাজটা করতে হবে।'

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৮ রান করেন রাচিন। কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ১০২ রানের জুটি গড়ে দলকে ৩৬২ রান তুলতে সাহায্য করেন। সেই রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩১২ রানের বেশি করতে পারেনি। ৫০ রানে হারতে হয় তাদের। বৃথা যায় ডেভিড মিলারের ৬৭ বলে করা সেঞ্চুরি।

তবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে রান পাননি রাচিন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আশা করব ফাইনালে বেশিক্ষণ ব্যাট করতে পারব। দলের জন্য ভালো খেলতে চাই। কোনো প্রতিযোগিতায় খেলতে নামলে, আমরা প্রথম চারটি দলের মধ্যে থাকার চেষ্টা করি। শেষ কয়েক বছরে ধারাবাহিক ভাবে আমরা সেটা করতে পারছি। নিজেদের প্রস্তুতি নিয়েও আমরা খুশি। এখানে আমরা আগেই চলে এসেছিলাম। সেটাই এখন খেলতে সাহায্য করছে।'

ফাইনাল নিয়ে ভাবনার কথা জানিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমরা একবার সেখানে খেলেছি, কন্ডিশন ভিন্ন। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইতিবাচক দিকগুলো মাথায় রাখতে হবে এবং ফাইনালে কিভাবে খেলব সে সম্পর্কে পরিষ্কার থাকতে হবে।’

(ঢাকাটাইমস/০৭ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয়পুরহাটে গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
নীলফামারীতে ইটবোঝাই ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
হত্যাচেষ্টা মামলায় কারাগারে নুসরাত ফারিয়া
আদালতে নুসরাত ফারিয়া, রাখা হলো হাজতখানায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা