না.গঞ্জে ট্যাংকলরি ও বাইক সংঘর্ষে দুই কিশোর বন্ধু নিহত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৫, ১৫:১৭
অ- অ+

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে তেলবাহী ট্যাংকলরি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হন মোটরসাইকেলে থাকা আরেও একজন।

বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার মদনপুর এলাকায় দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন, বন্দর উপজেলার মুরাদপুর এলাকার আজিজুল হকের ছেলে শাওন মিয়া (১৬) ইয়াকুব মিয়ার ছেলে মোহাম্মদ শিমুল (১৮)

প্রত্যদর্শীরা জানান, রাত সাড়ে দশটার দিকে মহাসড়কের মদনপুরের দেওয়ানবাগ এলাকার চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতির একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে উল্টোপথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় অপর একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মতিউর জানান, দুর্ঘটনার পরপরই লরিটি আটক করে এলাকাবাসী। নিহত দুজনই দুর্ঘটনার সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছেন। দুজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠঅনো হয়।

হতাহত তিনজন কিশোরই বন্ধু বলে জানান কাচপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ। তিনি জানান, মোটরসাইকেল যোগে তারা বন্দর উপজেলার মদনপুর থেকে মুরাদপুরে বাড়ির দিকে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘঘটনার পর লরি জব্দ করা গেলেও চালক হেলপার পালিয়েছেন। ঘটনায় মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি।

(ঢাকাটাইমস/৭মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা