মির্জাপুরে বসতঘর পুড়ে নিঃস্ব দিনমজুর

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৫, ১৬:১৫| আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৬:১৯
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে আগুন লেগে হেলাল মিয়া নামের এক দিনমজুরের বসতঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।

শুক্রবার ভোররাতে পৌরসভার নম্বর ওয়ার্ড বাওয়ার কুমারজানী পূর্বগ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানায় মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন।

হেলাল মিয়া বাওয়ার কুমারজানী পূর্বগ্রামের মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর।

প্রত্যদক্ষর্শী ফায়ার সার্ভিস অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত বারোটার দিকে হেলাল মিয়ার থাকার ঘরের উত্তর পাশের কোনায় হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় তাদের আর্তচিৎকারে আশপাশের মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।

ইতিমধ্যে খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে হেলাল মিয়ার বসতঘর এবং ঘরে থাকা ধান-চাল, একটি গাগলসহ গৃহপালিত পশু, আববাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে তার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান হেলাল মিয়া।

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রান্না করার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। হেলাল মিয়ার বসতঘরে পুড়ে গেলেও ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রতিবেশী আরও দুটি ঘর আগুন থেকে রক্ষা পেয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৭মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা