অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা, যারা পেলেন সম্মাননা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার তুলে দিয়েছেন।
পুরস্কার পাওয়া নারীরা হলেন— অর্থনীতিতে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী লিপি বেগম, সমাজ উন্নয়নে মো. মুহিন (মোহনা)।
এছাড়া বিশেষ বিবেচনায় পুরস্কার পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।
আজ শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশেও সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও সংস্থা দিবসটি পালনে যথাযথ কর্মসূচি গ্রহণ করেছে।
(ঢাকাটাইমস/০৮মার্চ/এফএ)

মন্তব্য করুন