ফেনীতে ছাত্রদল নেতা কাজী ফটিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহল রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে বার বার কারানির্যাতিত ফেনী জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিককে নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ।
ফটিক দীর্ঘ ১৭ বছর পরিবার পরিজন থেকে দূরে থেকেছেন, ৬০টির বেশি মামলা খেয়ে দীর্ঘসময় কারাবরণ করেছেন। অবর্ণনীয় কষ্টের মুখোমুখি হয়ে নানা রোগে আক্রান্ত হয়েছেন।
দীর্ঘদিন কারাগারে দুঃখ-কষ্টের মধ্যে দিনযাপন করা ফেনী জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক’কে গত ৪ মার্চ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিস্কার করেছে। যা দেখে ফেনী জেলা জাতীয়বাদী ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের ভেতর দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
অপপ্রচারের বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, এটি একটি পাতানো ফাঁদ। একটি কুচক্রী মহল বিএনপিতে অনুপ্রবেশকারী সুবিধাভোগী লোক আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে এই অপপ্রচারগুলো করে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘আমি তাদের উদ্দেশে বলতে চাই,আমার রাজনৈতিক পথপ্রদর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন হাইব্রিড নেতারা যাতে কোনো ভাবে দলে অনুপ্রবেশ করতে না পারে, সেই বিষয়ে আমি সর্তক থাকতে। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ আমি করতে দিতে পারি না। আমার এলাকায় নিরিহ মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম ও চাঁদাবাজি আমি মেনে নিতে পারি না।
কেদ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে আমাকে দলের সাংগঠনিক কাজ থেকে দুরে রাখান জন্য এই ধরনের নেক্কারজনক কাজগুলো করেছেন কুচক্র মহলটি। তারপর ও আমি বলতে চাই সাময়িক বহিষ্কারে আমি বিচলিত নই। আমার পদ না থাকলেও আমার রাজনীতিক পথপ্রদর্শক, আমার রাজনৈতিক আইকন আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় ছাত্রদলের নাম ভাঙিয়ে অনেকে অনেক অপকর্ম করছেন। যাদের সঙ্গে জাতীয়বাদী ছাত্রদলের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই। এসব বিষয়ে আমি যথেষ্ট সজাগ রয়েছি। বিএনপির দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন, পরিশ্রম করেছেন– আজ না হোক কিছুদিন পর দল যখন বুঝতে পারবেন, ঠিক তখনই দল আমাকে মূল্যায়ন করবে- এটাই আমি প্রত্যাশা করি।’
(ঢাকাটাইমস/১১মার্চ/এলএম/এজে)

মন্তব্য করুন