নোয়াখালীতে কার্টনে মিলল নবজাতকের মৃতদেহ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৫, ২০:২৯
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে পলিথিনে মোড়ানো ওষুধের কার্টন থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে একলাশপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের দক্ষিণ পশ্চিমে রিয়াজুল জান্নাহ মাদরাসা সংলগ্ন প্রধান সড়ক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয়রা পুলিশকে ফোন করে জানায় রিয়াজুল জান্নাহ মাদরাসা সংলগ্ন প্রধান সড়কের পশ্চিম পাশে একটি ওষুধের কার্টন পড়ে আছে, যার ভেতর নবজাতকের মৃতদেহ রয়েছে। পুলিশ সদস্যরা গিয়ে কার্টনের ভিতর পলিথিন মোড়ানো একটি মেয়ে শিশুর মৃতদেহ দেখতে পায়। পরে সেটি উদ্ধার করে পুলিশ বেগমগঞ্জ থানায় নিয়ে যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। বুধবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১১মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা