সারা দেশে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে ভৈরবে মানববন্ধন

আট বছরের শিশু আছিয়া ধর্ষণসহ সারা দেশে ঘটে যাওয়া শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে কিশোেগঞ্জের ভৈরবের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্জয় মোড় এলাকায় শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন আয়োজন করেন ভৈবব উদয়ন স্কুল।
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মারুয়া বলেন, ‘আমরা আজ এখানে এসেছি শিশু আছিয়ার ধর্ষণের বিচারের দাবিতে। আমরা দাবি করছি শিশু আছিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার যেন বর্তমান অন্তবর্তীকালীন সরকার করেন। এখন আমরা শিশুরা ঘর থেকে বের হলেই অনিরাপত্তা বোধ করছি। আমরা শিশুরা নিজেদের নিরাপত্তার দাবি করছি।’
স্থানীয় স্কুলশিক্ষিকা মিশু আক্তার বলেন, ‘আমরা আজকে এসেছি শিশু আছিয়ার সাথে যে অমানবিক নির্যাতন হয়েছে তার প্রতিবাদে। এসব শিশু ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। যাতে পরবর্তী প্রজন্মের শিশুরা জানতে পারে আমাদের সমাজে শিশু ধর্ষকদের কঠোর আইনের বিচারের সম্মুখীন হতে হয়। সেজন্যই আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে ধর্ষকদের বিচারের দাবি জানাচ্ছি।’
শিক্ষার্থীদের অভিভাবক শামীমা সুমি বলেন, ‘আমি একজন অভিভাবক হিসাবে শিশু ধর্ষকের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমার সন্তানও প্রতিদিন স্কুলে যাচ্ছে রাস্তায় তার সাথে কি হচ্ছে না হচ্ছে আমি বাসায় থেকেও শান্তিতে থাকতে পারছি না। তা নিয়ে সবর্দায় দুশ্চিতায় থাকছি। তাছাড়া আমি নিজেও বাহিরে বের হয় এখন নিজেও অনিরাপদ বোধ করি।’
(ঢাকা টাইমস/১৩মার্চ/এসএ)

মন্তব্য করুন