মডেল মসজিদের নামে সৌদি নয় জনগণের টাকা লুটপাট হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২৫, ১৬:১১| আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৬:১৭
অ- অ+

দেশে যে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে, সেখানে সৌদি আরবের কোনো টাকা নেই, বরং জনগণের ট্যাক্সের টাকা লুটপাট হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

প্রেস সচিব এই মডেল মসজিদ নির্মাণে সাবেক শেখ হাসিনা সরকারের লুকোছাপা আর নানা অনিয়মমের কথা তুলে ধরেন। আজকের উপদেষ্টা পরিষদে এ বিষয়ে আলাপ হয়েছে এবং ধর্ম মন্ত্রণালয় এটি তদন্তের জন্য একটি কমিটি করেছে বলে জানান।

প্রেস সচিব বলেন, পতিত স্বৈরাচার ৫৬০টি মসজিদ করেছিল। সেখানে এক বিলিয়ন ডলার প্রকল্প। ( ওই সরকারের) সমর্থকরা বলতে চেষ্টা করেন যে, এটি সৌদি সরকারের অর্থায়নে একটি প্রকল্প। সৌদি আরব এখানে একটা টাকাও দেয়নি। জনগণের ট্যাক্সের টাকায় এটি এক বিলিয়ন ডলারের একটি প্রকল্প।

উপদেষ্টা পরিষদে এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসেছে জানিয়ে প্রেস সচিব বলেন, দেখা গেছে যে, খুবই প্রভাবশালী একজন মন্ত্রী তার এলাকায় শহরে না করে ৮ কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসোর্ট করছেন, সেখানে মসজিদ করেছেন সরকারি টাকায়। একটা মসজিদের ব্যয় ১৭ কোটি টাকা। এখানে এত দুর্নীতি হয়েছে, সেটা না হলে অর্ধেক খরচে করা যেত।

সেই বিষয়ে তদন্তে ধর্ম মন্ত্রণালয় গঠিত কমিটি মসজিদ নির্মাণে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, অন্যায়-অনাচার হয়েছে, সেগুলো তারা তদন্ত করে দেখবেন বলে জানান প্রেস সচিব।

(ঢাকাটাইমস/১৩মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ, হচ্ছে আলোচনা-সমালোচনা
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা