শেখ মুজিব, ফজিলাতুন্নেসা, শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম বদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২৫, ১৬:৫৪
অ- অ+

ঢাকা, সিলেট ও খুলনায় যথাক্রমে শেখ মুজিব, ফজিলাতুন্নেসা ও শেখ হাসিনার নামে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম বদলে হবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়এ জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে খুলনার শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম বদলেরও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আইন ও সংসদ-বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দেয়। এ অধ্যাদেশের মাধ্যমে এই চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের নাম বদলে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে।

একইভাবে শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন এবং এর মাধ্যমে শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এর নাম বদলে হবে খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে এই চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের নাম হবে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

(ঢাকাটাইমস/১৩মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা