কুমিল্লা সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২৫, ১৮:৩০
অ- অ+

কুমিল্লার পালপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৪ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় কিং কোবরা বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বহস্পতিবার সকাল ৭টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ বিবির বাজার বিওপির কটকবাজার পোস্টের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে বিজিবির পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৪৪ হাজার ৯৪০ পিস কিং কোবরা বাজি জব্দ করে। পরে জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, ‘সীমান্ত অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালানকারীরা নতুন কৌশল ব্যবহার করলেও আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল ব্যবস্থা তা প্রতিহত করতে সক্ষম। সম্প্রতি কুমিল্লা সীমান্তে চোরাচালানের ঘটনা বেড়ে যাওয়ায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।’ (ঢাকা টাইমস/১৩মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থানের ৮ শহীদের গেজেট বাতিল
রাজবাড়ীতে ঝোপের মধ্যে পরিত্যক্ত অস্ত্র ও ককটেল উদ্ধার
একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র হবে জুলাই চেতনার পরিপন্থি : গণঅধিকার পরিষদ
ছাত্র-জনতা পরিবহনে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার, খরচ ৩০ লাখ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা