সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে

এই মধ্য বসন্তে বাড়ছে তাপমাত্রা। দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
বৃহস্পতিবার পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়ার বিরাজ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা বিভাগে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুর বিভাগের রাজারহাট ও ডিমলায় ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আব্হওয়া বুলেটিনে আরও বলা হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ অবস্থান করছে।
(ঢাকাটাইমস/১৩মার্চ/মোআ)

মন্তব্য করুন