ভাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫, ১৫:৪৮

ফরিদপুর ভাঙ্গা পৌরসভা এলাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শাহীনকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দুপুরে র্যাব-৫ ও র্যাব-১০ এর যৌথ আভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার ডাকাতি মামলার আসামি। ওই মামলায় আদালত শাহীনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল। কিন্তু মামলা রজুর পর থেকে শাহিন আত্নগোপন চলে যায়। অবশেষে আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৪মার্চ/এজে)

মন্তব্য করুন