মোহাম্মদপুরে বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৫, ১২:২৪| আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৩:০৮
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে একটি বিদেশি রিভলবার ও ৩৮ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. রিফাতুল ইসলাম রিফাত ওরফে রনি (২৮)।

শুক্রবার রাতে মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে র‍্যাব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। এ সময় অস্ত্রছাড়াও তার কাছ থেকে সন্ত্রাসী কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি স্মার্ট ফোন ও একটি এটিএম কার্ড জব্দ করা হয়।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত শুক্রবার রাতে মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা উদ্যান এলাকায় কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসী কার্যকলাপ ও মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে— এমন তথ্যে সেখানে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে র‌্যাব-২ এর আভিযানিক দল অস্ত্রসহ রনিকে গ্রেপ্তার করে। তবে এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা কৌশলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।

উদ্ধারকৃত আলামত ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা