মুশফিক-রিয়াদরা মাঠ থেকে বিদায় না নেওয়ায় আক্ষেপ মিরাজের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৫, ১৪:৫৬
অ- অ+

শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। তবে শিরোপা জয়তো দূরে থাক গ্রুপপর্বেই বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর এক সপ্তাহের ব্যবধানে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদ।

দেশের হয়ে দীর্ঘসময় প্রতিনিধিত্ব করা দুই সিনিয়রের বিদায়টা মাঠ থেকে দেখতে চেয়েছিলেন অনেকে, মেহেদী হাসান মিরাজও তাদের একজন। যে কারণে হতাশা থাকলেও, মিরাজ অবশ্য সম্মান জানালেন তাদের সিদ্ধান্তকে।

গণমাধ্যমকে মিরাজ বলেন, 'খারাপ সময়ে তারা আমাদের অনেক ম্যাচ জিতিয়েছেন। আমি নিজেও তাদের সঙ্গে খেলেছি। অবশ্যই এমন ক্রিকেটারদের সবাই মিস করবে। লিজেন্ড ক্রিকেটাররা অবশ্যই মাঠ থেকে বিদায় নিলে ভালো হয়।'

মিরাজ চান এখন নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাতে, 'যারা এখন আছেন তারাও কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ৭-৮ বছর ক্রিকেট খেলে ফেলেছেন। যারা নতুন করে দলে খেলছে, আর যারা ৭-৮ বছর ধরে খেলে যাচ্ছে তাদের সমন্বয়ে দল গড়ে এগোতে হবে। আমরা যারা অনেক বছর ধরে খেলছি তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।'

মিরাজ আরও বলেন, 'তারা (মুশফিক-মাহমুদউল্লাহ) বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে এসেছে। আমাদের দায়িত্ব এখন এখান থেকে আরেকটা স্টেপে নিয়ে যাওয়া। আমরা কিন্তু এখনও একটা ট্রফিও জিততে পারিনি। আমাদের লক্ষ্য থাকবে ভবিষ্যতে যেন আমরা একটা ট্রফি জিততে পারি।'

প্রসঙ্গত, গেল ৫ মার্চ ফেসুবকে এক পোস্টের মাধ্যমে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর গতকাল (বুধবার) মাহমুদউল্লাহ রিয়াদও একইভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন সেই ফেসবুকেই।

যদিও মাহমুদউল্লাহ আগেই দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। বাকি ছিল ওয়ানডে ফরম্যাট, সেটাও গতকাল নিয়ে নিলেন। মুশফিক অবশ্য টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন এখনো। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্রিকেটাররা কেন মাঠ থেকে বিদায় না নিয়ে ফেসবুকে অবসরের ঘোষণা দেন তা নিয়ে সমালোচনা হয় সব জায়গায়ই।

(ঢাকাটাইমস/১৬ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টা
চলতি বছরে ডিএনসিসি এলাকায় পাঁচ লাখ গাছ লাগানো হবে, জানালেন প্রশাসক
গরমে পানিশূন্যতা দূর করে আখের রস, কিডনি সুস্থ রাখে
কম্বোডিয়া: দেখার আছে অনেক কিছু- ৪র্থ পর্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা