রায়পুরে কসাইয়ের লিঙ্গ কেটে দিল গ্রামপুলিশের স্ত্রী

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৫, ২০:৪৫| আপডেট : ১৬ মার্চ ২০২৫, ২০:৫০
অ- অ+

লক্ষ্মীপুরের রায়পুরে একজন কসাইয়ের লিঙ্গ কেটে দিয়েছেন এক গ্রামপুলিশের স্ত্রী। শনিবার রাত ৯টার দিকে উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়নের খালিফা বাড়িতে গ্রামপুলিশ আরিফের ঘরে এই ঘটনা ঘটে।

কসাই বাবলু কেরামত আলি মুন্সিবাড়ির ইব্রাহীম খলীলউল্লাহর ছেলে বাবলু গ্রামপুলিশ আরিফ একই উপজেলার একই ইউনিয়নের একই ওয়ার্ডের বাসিন্দা। বাবলু বর্তমানে রায়পুর মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন।

বাবলু দাবি করেন, গ্রামপুলিশ আরিফের সঙ্গে তার পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

গ্রামপুলিশ আরিফের স্ত্রী কুলসুমা আক্তার বলেন, ‘শনিবার রাত ৯টার দিকে আমি ছাগলের ঘরে মশার কয়েল দিতে গেলে বাবলু আমার ঘরে ঢুকে আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমাকে হাজার টাকা অফার করে। আমি তার প্রস্তাবে রাজি না হলে সে আমাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আমি নখ কাটার ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ কেটে দিলে সে পালিয়ে যায়।’

কুলসুমার অভিযোগ অস্বীকার করে বাবলু বলেন, ‘আমি শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম। পথে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে গ্রামপুলিশ আরিফসহ কয়েকজন আমাকে টেনেহিঁচড়ে ঘরের ভেতরে নিয়ে আমার গোপনাঙ্গ কর্তন করে। পরে আমি ঘর থেকে বেরিয়ে পরিচিত ছোট ভাইকে ফোন দিলে সে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আওয়ামী লীগের আমলে গ্রামপুলিশ আরিফের সাথে আমার ঝামেলা হয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

রায়পুর সার্কেলের সহকারী পুলিশ জামিলুল হক বলেন, বিষয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৬মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা