দুর্নীতি মামলায় আপিলের অনুমতি পেলেন মীর নাসির ও মীর হেলাল, সাজা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৫, ১৪:৪৯
অ- অ+

দুর্নীতি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসিরউদ্দিন এবং তার ছেলে দলের সহকারী সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলালউদ্দিনের দায়ের করা লিভ টু আপিল আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাদের কারদণ্ড স্থগিত করা হয়েছে।

সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন আদালতে মীর নাসির ও পক্ষে মীর হেলালের উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী রাগীব রউফ চৌধুরী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আসিফ হাসান।

২০০৭ সালের ৬ মার্চ দুদক গুলশান থানায় ‘অবৈধ সম্পদ অর্জন এবং তাদের সম্পত্তির তথ্য গোপন করার’ অভিযোগে মামলাটি দায়ের করে। একই বছরের ৪ জুলাই বিশেষ জজ আদালত মীর মোহাম্মদ নাসিরউদ্দিন এবং মীর মোহাম্মদ হেলালুদ্দীনকে যথাক্রমে ১৩ বছর ও তিন বছরের কারাদণ্ড দেন। নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে পৃথক আপিলের শুনানি শেষে হাইকোর্ট রায় বাতিল করেএই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে। এরপর হাইকোর্ট বিষয়টির উপর নতুন করে শুনানি করে দুজনের বিরুদ্ধে নিম্ন আদালতের রায় বহাল রাখে। পরে তারা এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল আবেদন করেন।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
সিন্ধু নদীতে আমাদের পানি অথবা তোমাদের রক্ত প্রবাহিত হবে, ভারতকে বিলাওয়াল
মাইন্ডফুলনেস থেরাপি দূরে করে হাজারো রোগ
পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা