আছিয়া ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৫, ১৯:২৮
অ- অ+

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীরা।

সোমবার (১৭ মার্চ) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনেবেঁচে থাকা নিরাপত্তার অধিকার দাও’, ‘ধর্ষকদের প্রকাশ্য জনসম্মুখে ফাঁসি চাই, দিতে হবে’, ‘ধর্ষণ মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি কর, করতে হবে’, ‘ধর্ষণ মামলায় জামিন বিধান বাতিল কর, করত হবে’, ‘ধর্ষণ মামলায় এক বিধান, এক শাস্তি; ধর্ষকের ফাঁসি চাই, দিতে হবেপ্রভৃতি স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি কেন্দ্রীয় শূরা সদস্য গুলশান আরা বলেন, দ্রুততম সময়ে আছিয়া হত্যার বিচার নিশ্চিত করতে হবে। ধর্মহীনতার চর্চা এবং নৈতিকতাহীন শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়ী। ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু এবং ধর্মীয় মূল্যবোধে জনগণকে উজ্জীবিত করতে হবে।

আইনের দ্রুত ও যথাযথ প্রয়োগ করতে হবে বলে উল্লেখ করে গুলশান আরা আরও বলেন, ‘বিচারের দীর্ঘসূত্রতা পরিহার করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ধর্ষণ মামলায় কারাদণ্ডের বিধান বাতিল করে শুধু মৃত্যুদণ্ডের বিধান করতে হবে।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় শূরা সদস্য জয়নাব পারভীন সহকারী সেক্রেটারি জয়নব তাহেরা।

মানববন্ধনে জামায়াতের কয়েক শ নারী কর্মী অংশ নেন।

(ঢাকাটাইমস/১৭মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় দ্বিতীয় দিনের শুনানি আজ
জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিও শিক্ষকদের মহাসমাবেশ ও পদযাত্রা
সচিবালয় মেট্রোরেল স্টেশনে অসুস্থ হয়ে যাত্রীর মৃত্যু
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ড. মুহাম্মদ ইউনূস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা