হেলিকপ্টারে উড়ে এসে দায়িত্ব নিলেন শহীদ সেলিমের শিশুকন্যার

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৫, ২০:৩২
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ঝালকাঠির নলছিটি উপজেলার সেলিম তালুকদারের শিশুকন্যাকে বড় করার সমস্ত দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ৯ মার্চ শহীদ সেলিমের স্ত্রী সুমি আকতারের কোল জুড়ে আসে এই কন্যাসন্তান।

সোমবার (১৭ মার্চ) দুপুরে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় শহীদ সেলিমের বাড়িতে গিয়ে তার নবজাতক কন্যাসন্তানকে কোলে তুলে নেন জামায়াত আমির। তার নামও রাখেন তিনি।

শহীদ সেলিমের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবির পাশাপাশি বিচারে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেন জামায়াত আমির।

এর আগে দুপুর ১২টা ১২ মিনিটে হেলিপকপ্টারে করে ঝালকাঠি স্টেডিয়ামের হেলিপ্যাডে নামলে জামায়াত ইসলামের আমিরকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতারা। স্টেডিয়ামের সামনে অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিয়ে তিনি একটি গাড়িতে চেপে ছোটেন শহরের কৃষ্ণকাঠি এলাকায়। উদ্দেশ্য ছাত্র আন্দোলনে শহীদ সেলিম তালুকদারের সদ্য জন্ম নেয়া শিশুকন্যা ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করা।

শিশুকন্যকে কোলে নিয়ে আদর করেন জামায়াত আমির। শিশুর নতুন নামও রাখলেন। বলেন, এই সন্তান জাতির সম্পদ। রমজান মাসে জন্মগ্রহণ করায় এবং তার বাবার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে শিশুটির নাম সাইমা সেলিম প্রস্তাব করেন ডা. শফিকুর রহমান। সেলিমের পরিবারের সদস্যরা নামটি গ্রহণ করেন। শিশুটির লালন-পালন, শিক্ষা ও ভবিষ্যতে তার বিবাহসহ যাবতীয় ব্যয়ভার তার দল বহন করবে বলে জানান জামায়াত আমির।

এ সময় জামায়াত আমির বলেন, আমরা শহীদদের ত্যাগ বৃথা যেতে দেব না। শহীদ সেলিমের পরিবারের পাশে আছি এবং থাকব।

ডা. শফিকুর রহমান আরও বলেন, অবিলম্বে সেলিম তালুকদারের হত্যাকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার নিয়ে কোনো সময়ক্ষেপণ মেনে নেয়া হবে না।’ আগামী নির্বাচনে জামায়াতকে নির্বাচিত করলে জামায়াত নেতাদের দুনিয়ায় সম্পদ বৃদ্ধি পাবে না বরং আখেরাতের সম্পদ বাড়বে বলেও তিনি মন্তব্য করেন।

ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুর ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, ঝালকাঠি-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিম প্রমুখ।

গত জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সেলিম তালুকদার। পরে চিকিৎসাধীন অবস্থায় ১ আগস্ট মৃত্যুবরণ করেন তিনি। গত ৯ মার্চ শহীদ সেলিমের স্ত্রী সুমি আকতার ঝালকাঠি শহরের একটি বেসরকারি ক্লিনিকে কন্যাসন্তানের জন্ম দেন। এই নবজাতককে দেখতেই মূলত হেলিকপ্টার যোগে ঝালকাঠি আসেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

(ঢাকাটাইমস/১৭মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
জুলাই আন্দোলনে শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা