অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় নির্বাচনের বিকল্প নেই: মোস্তফা জামাল হায়দার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৫, ২৩:১১
অ- অ+

জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, পরাজিত ফ্যাসিবাদ বিপুল অর্থের বিনিময়ে দেশকে পরিকল্পিত ভাবে অশান্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে। পাশাপাশি সীমান্তের ওপার থেকে নানাভাবে উস্কানি দেওয়া হচ্ছে। চক্রান্ত-ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। স্বার্থকভাবে দেশের পরিস্থিতির উত্তরণে জাতীয় নির্বাচনের বিকল্প নেই।

সোমবার রাজধানীর একটি হোটেলে জাতীয় যুব সংহতির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় মোস্তফা জামাল হায়দার আরও বলেন, আজ দেশে যেভাবে ধর্ষণ, চাঁদাবাজি-ডাকাতি সহ নানা ধরনের অপকর্ম হচ্ছে তার মধ্যে ২০শতাংশ স্বাভাবিক আর ৮০ শতাংশ হচ্ছে নীল নকশা ও কারসাজির অংশ হিসেবে। তাই দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। অবিলম্বে সংক্ষিপ্ত তম সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। এর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জুলাই-আগস্টের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে দেশের ছাত্র তরুণরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন। কিন্তু এখনো সেই লড়াই শেষ হয়ে যায়নি। পরিপূর্ণ বিজয়ের জন্য আগামী দিনে ছাত্র ও তরুণদের এক সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম করতে হবে। যদি কোনো কারণে ছাত্র তরুন ও জনতার ঐক্যে ফাঁটল ধরে তাহলে ফ্যাসিবাদ আবারো মাথাচাড়া দিয়ে উঠবে। ৫ আগস্টের বিজয় নস্যাৎ হয়ে যেতে পারে।

জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি মো. রইচ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন সরকারের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টি(জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, ভাষানী অনুসারী পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, জাতাীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন, হোসনে আরা আহসান, ব্যারিস্টার মোস্তফা যোবায়ের হায়দার, যুগ্ম মহাসচিব কাজী মোহাম্মদ নজরুল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, এবি যুব পার্টির সদস্য সচিব আদিউজ্জামান খোকন, খেলাফত যুব মজলিশের সদস্য সচিব মো: জাহিদুজ্জামান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসন, ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মুফতি আবু বকর সিদ্দিক, জাতীয় যুব পরিষদের সভাপতি সামসুল আলম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ।

এছাড়া ইফতারে উপস্থিত ছিলেন, যুব সংহতির কেন্দ্রীয় নেতা একে এম হক, মো. রুবেল খান, অ্যাডভোকেট তৈয়বুর সৈকত, আলী আকবর মজুমদার প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭মার্চ/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর
এবার হাসনাতের অতীত টেনে রুমিন ফারহানার পাল্টা জবাব, বললেন...
নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নিন্দা
মুরাদনগরে দানিক সমবায় সমিতিকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা