যশোরে নিজের বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা 

যশোর প্রতিনিধি
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৫, ০৮:৪৭| আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৩:৫৮
অ- অ+

যশোরে নিজের বাড়ির সামনে সাদী (৩৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার রাত সাড়ে ১১টায় শহরের রেলরোড পঙ্গু হাসপাতালের পেছনে গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে তিনি মারা যান।

নিহত সাদী রেলগেট এলাকার শওকতের ছেলে।

নিহতের স্বজনেরা বলেন, শহরের টিবি ক্লিনিক এলাকার বাবুর ছেলে ট্যাটু সুমন, আশ্রম রোডের আলীর ছেলে মেহেদী চাঁদা দাবি করেছিল সাদীর কাছে। তার জেরেই সোমবার রাতে সাদীকে নিজবাড়ির সামনে ছয় থেকে সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা সাদীকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে ১টার দিকে মারা যান সাদী।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল জানান, সাদীর বুক ও গলায় দুটি গুলি লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি কাজী বাবুল জানান, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পারিদির্শন করেছেন । ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের ধরতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দেশে ফিরছেন খালেদা জিয়া, সবাই উচ্ছ্বসিত: মির্জা ফখরুল
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা