হাতিয়ায় কুখ্যাত ডাকাত ফকরার সহযোগী নাসির আটক

নোয়াখালীর হাতিয়া থেকে কুখ্যাত ডাকাত ফকরার সহযোগী মো. নাসির উদ্দিনকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার রাত ৮টায় নোয়াখালীর হাতিয়ায় চরগাশিয়ার কুখ্যাত ডাকাত ফকরুল ইসলামের (ফকরা ডাকাত) সহযোগী ডাকাত মো. নাসির উদ্দিনকে (৩৪) ৭ নং ওয়ার্ড সুখচর ইউনিয়নের স্থানীয় জনগণ অবরুদ্ধ করে।
পরবর্তীতে স্থানীয় জনগণ কোস্ট গার্ডকে অবহিত করে। এরপর কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশ সমন্বয়ে একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ডাকাতকে আটক করে।
আটককৃত ডাকাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৮মার্চ/এলএম/এজে)

মন্তব্য করুন