সুইজারল্যান্ডে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৫, ১৯:২৭
অ- অ+

যথাযথ মর্যাদায় ও আনন্দ মুখর পরিবেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৫ উদযাপন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ।

রবিবার আন্তর্জাতিক কূটনৈতিক শহর জেনেভায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি জমাদার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শ্যামল খান।

অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতাসহ সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কোরআন তেলাওয়াত করেন ফুয়াদ হাসান এবং ত্রিপিটক পাঠ করেন সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়া।

জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানানোর পর কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনের আনন্দ উৎসবে অংশগ্রহণ করেন উপস্থিত সকলে।

এসময় এক আলোচনা সভার আয়োজনও করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন উপদেষ্টা পলাশ বড়ুয়া, অরুন জ্যোতি, সহ-সভাপতি আশরাফুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, মোহাম্মদ আকবর আলী, সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়া, সসীম গৌরী চরন, সমাজ কল্যাণ সম্পাদক সমিরন বড়ুয়া জিশু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আইয়ান জুনায়েদ, তারেক আল মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র নেতা মোহাম্মদ মহসিন, সহ-সভাপতি হেলাল চৌধুরী, বেলাল চৌধুরী প্রমুখ।

(ঢাকা টাইমস/১৮মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
টাঙ্গাইলে ৫ বছরেও অসমাপ্ত ব্রিজের নির্মাণকাজ! ঠিকাদার লাপাত্তা ৬ মাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা