সুইজারল্যান্ডে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

যথাযথ মর্যাদায় ও আনন্দ মুখর পরিবেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৫ উদযাপন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ।
রবিবার আন্তর্জাতিক কূটনৈতিক শহর জেনেভায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি জমাদার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শ্যামল খান।
অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতাসহ সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কোরআন তেলাওয়াত করেন ফুয়াদ হাসান এবং ত্রিপিটক পাঠ করেন সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়া।
জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানানোর পর কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনের আনন্দ উৎসবে অংশগ্রহণ করেন উপস্থিত সকলে।
এসময় এক আলোচনা সভার আয়োজনও করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন উপদেষ্টা পলাশ বড়ুয়া, অরুন জ্যোতি, সহ-সভাপতি আশরাফুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, মোহাম্মদ আকবর আলী, সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়া, সসীম গৌরী চরন, সমাজ কল্যাণ সম্পাদক সমিরন বড়ুয়া জিশু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আইয়ান জুনায়েদ, তারেক আল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র নেতা মোহাম্মদ মহসিন, সহ-সভাপতি হেলাল চৌধুরী, বেলাল চৌধুরী প্রমুখ।(ঢাকা টাইমস/১৮মার্চ/এসএ)

মন্তব্য করুন