রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা শুরু রবিবার: যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের জেদ্দায় আলোচনা শুরু হবে আগামী রবিবার। মঙ্গলবার তিনি এ কথা জানান।
বুধবার ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের দীর্ঘ ফোনালাপের কয়েক ঘণ্টা পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা রবিবার জেদ্দায় শুরু হবে।
তিনি বলেন, সৌদি আরবে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। তবে তারা কাদের সঙ্গে আলোচনা করবেন, তা তিনি উল্লেখ করেননি।
কৃষ্ণ সাগরে জ্বালানি অবকাঠামো এবং লক্ষ্যবস্তুতে যুদ্ধবিরতির কথা উল্লেখ করে উইটকফ বলেন, ‘আমি মনে করি, রাশিয়ানরা এখন উভয় বিষয়েই একমত। আমি অবশ্যই আশাবাদী যে ইউক্রেনীয়রাও এতে সম্মত হবে।’
বুধবার ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকরভাবে প্রত্যাখ্যান করার অভিযোগ করেছে। মস্কো কেবল জ্বালানি গ্রিডে আক্রমণ বন্ধ করতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পরে বেসামরিক অবকাঠামোতে হামলার খবর দিয়েছে।
ওয়াশিংটন তিন বছর ধরে চলমান যুদ্ধের বৃহত্তর নিষ্পত্তির দিকে প্রথম পদক্ষেপ হিসেবে ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে মঙ্গলবার ৯০ মিনিটের ফোনালাপ হয়। পুতিন জোর দিয়ে বলেন যে, এ ধরনের যেকোনো চুক্তি ইউক্রেনের মিত্রদের সমস্ত সামরিক সহায়তা বন্ধ করার ওপর নির্ভরশীল।
ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, জ্বালানি অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেন আগামী ৩০ দিন হামলা বন্ধ রাখবে— এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন পুতিন।
ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়েছে, পুতিন তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীকে ৩০ দিনের জন্য ইউক্রেনীয় জ্বালানি লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
তবে উইটকফ বলেন, প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ’সাধারণভাবে জ্বালানি এবং অবকাঠামো’ অন্তর্ভুক্ত রয়েছে।
ট্রাম্পের দূত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ‘তার দেশকে একটি চূড়ান্ত শান্তি চুক্তির কাছাকাছি নিয়ে যাওয়ার আহ্বানে আজ তিনি যা করেছেন তার জন্য’ প্রশংসা করেছেন।
(ঢাকাটাইমস/১৯মার্চ/এজে)

মন্তব্য করুন