শিশু ধর্ষণ: অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি ও পুলিশের ওপর হামলা, হচ্ছে ২ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৫, ১৪:১২| আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৪:১৮
অ- অ+

রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়ায় পুলিশের গাড়িতে হামলাপর ধর্ষণের আসামিকে ছিনিয়ে নিয়ে বেধরক পিছিয়েছে উত্তেজিত জনতা। মুমুর্ষু অবস্থায় জান মিয়া নামের ওই যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় জান মিয়াকে মারধর করছিল এলাকাবাসী। খবর পেয়ে তাকে আটক করে থানায় আনতে গেলে মব সৃষ্টি করে পুলিশের গাড়িতে হামলা করে ওই যুবককে ছিনিয়ে নেয় স্থানীয়রা। এ হামলায় ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার (এসি), খিলক্ষেত থানার ওসি ও পরিদর্শকসহ (তদন্ত) আহত হয়েছেন অন্তত ১০ পুলিশ সদস্য। আহতদের মধ্যে সাত পুলিশ সদস্য এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় এক ধর্ষককে স্থানীয়রা মারপিট করছে- এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ওই যুবককে আটক করে থানায় আনার সময় খিলক্ষেত বাজার এলাকায় মব সৃষ্টি করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার (এসি) মো. মঞ্জুরুল হাসান ও খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন সেখানে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এক পর্যায়ে অভিযুক্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়ে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ ৭ পুলিশ সদস্যও কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট জোনের এসি মো. মঞ্জুরুল হাসান ঢাকা টাইমসকে জানান, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ধর্ষণের অভিযোগে একটি মামলা ও পুলিশের ওপর হামলা ঘটনায় আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন ঢাকা টাইমসকে জানান, পুলিশের ওপর হামলার প্রত্যক্ষ নির্দেশদাতা হিসেবে দু্ইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মোবারক হোসেন সজিব ও মো. ইউসুফ (১৮)। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার কাজ চলছে। এছাড়া ধর্ষণের শিকার মেয়েটি ঢাকা মেডিকেলের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা