বরগুনায় আলোচিত হত্যা মামলায় তিন আসামি রিমান্ডে

বরগুনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৫, ১৯:৪৮
অ- অ+

বরগুনায় আলোচিত মন্টু দাস হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে এ রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন বরগুনা জেলা জজ আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।

তিনি বলেন, নিহত মন্টু দাসের মেয়েকে ধর্ষণের সহায়তায় গ্রেপ্তার হওয়া ধর্ষণকারী সিজিবের বাবা শ্রীরাম চন্দ্র রায় (ছিদাম), কালু ও রফিককে হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে ৫দিনের রিমান্ড আবেদন করি। আদালত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ গভীর রাতে মুরগীর দোকানের কর্মচারী মন্টু দাসের মরদেহ উদ্ধার ও এর আগে নিহতের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের ঘটনা দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারটিকে সান্ত্বনা ও সহায়তা দিতে বরগুনায় ছুটে আসেন দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।

(ঢাকা টাইমস/১৯মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড় সীমান্তে আবারও ১৫ জনকে পুশইন করলো বিএসএফ
যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
সনির নয়েজ ক্যান্সেলেশন হেডফোন ১০০০এক্সএম৬ প্রি-অর্ডার চলছে, ৫টিরও বেশি নিশ্চিত উপহার
১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা