নড়াইলে ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৫, ২০:২৪
অ- অ+

নড়াইলে ফেনসিডিল মামলায় আব্দুল মোতালেব (৬৭) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশের আদেশও দেয়া হয়।

বুধবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মুহাম্মাদ শাহিনুর রহমান এ আদেশ দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আব্দুল মোতালেব গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের উত্তরপাড়ার আবুল কালাম শেখের ছেলে। রায় ঘোষণার সময় আব্দুল মোতালেব আদালতে উপস্থিত ছিলেন না।

নড়াইলের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১২ সালের ১০ জানুয়ারি দুপুরে নড়াইল শহরের রুপগঞ্জ গোডাউন এলাকা থেকে আব্দুল মোতালেবের হাতে থাকা চুড়ি, ফিতা ও কসমেটিক্সের বাক্সের ভেতরে লুকিয়ে রাখা ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল সার্কেলের সদস্যরা। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নড়াইল সার্কেলের তৎকালীন পরিদর্শক মোহাম্মদ আলী শেখ। আসামি মোতালেবকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্বে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ দণ্ডাদেশ প্রদান করেন।

(ঢাকা টাইমস/১৯মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা