রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ১৩:৩০
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতিতে বাধা দেওয়ায় ওই ব্যবসায়ীসহ তার পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে আহত করা হয়।

শুক্রবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকায় ব্যবসায়ী কবির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত কবির হোসেন জানান, শুক্রবার ভোরে ১৫/২০ জনের একদল ডাকাত পিস্তল, দেশীয় অস্ত্র দা, রামদা, সাবল, লোহার রড নিয়ে এসে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতেরা ঘরে থাকা আলমারির চাবি না দেওয়ায় কবির হোসেন, তার স্ত্রী রৌশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও ছোট ভাই মোক্তার হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে ডাকাতেরা ঘরের আলমারির তালা ভেঙে ৬ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা লুট করে। এ সময় কবির হোসেনের বাড়ির আশপাশের লোকজন টের পেয়ে মসজিদের মাইকে এলাকায় ডাকাত পড়ার ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের গ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, ৯৯৯ এ ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।

(ঢাকা টাইমস/২১মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা