শেরপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু, কৃষক গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ১৪:০৯
অ- অ+

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বোরো ধানক্ষেতে এসে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সীমান্তের লাল নেংগড় এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় জিয়ারুল নামে অভিযুক্ত এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বন বিভাগ সূত্রে জানা যায়, ফসল রক্ষার জন্য স্থানীয় কৃষকরা বেআইনিভাবে জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখেন। এতে ভয়ে বন্যহাতির দল ধানক্ষেতে হানা দিতে আসে না।

তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে প্রায় ২০টি বন্যহাতির একটি দল স্থানীয় কৃষক জিয়ারুলের বোরো ধানের ক্ষেতে খাবারের সন্ধানে আসে। একপর্যায়ে মধ্যরাতে বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় সঙ্গে থাকা অন্যান্য হাতিরা ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডবলীলা চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে।

এদিকে ভয়ে হাতিটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে শেরপুরের মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী জানান, ‘জিয়ারুল নামে এক কৃষক ধানক্ষেতে জেনারেটরের বিদ্যুৎ দিয়ে বন্যহাতি হত্যা করেছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

(ঢাকাটাইমস/২১মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা