দুর্নীতি, লুটপাট ও হানাহানির রাজনীতি বন্ধে ছাত্রজনতার ঐক্য জরুরি: ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ২২:৩৪
অ- অ+

মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে নবীন প্রবীণদের ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এক সাগর রক্তের মাধ্যমে যে নতুন স্বপ্নের বাংলাদেশ দেশবাসী প্রত্যাশা করছে তা নস্যাৎ হতে দেব না। দুর্নীতি লুটপাট, দোষারোপ হানাহানি ও প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করতে সামা সুবিচার ও মানবিক বাংলাদেশ গড়ার লড়াই সংগ্রাম জোরদার করতে হবে। তাই ছাত্র মিশনের নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে সুসংগঠিত হতে হবে।

শুক্রবার বিকালে কাঁটাবনে একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডা. ইরান বলেন, আমরা দুর্নীতি দুঃশাসন চাই না, আমরা শান্তি সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বাংলাদেশ চাই। আমরা বিচারহীনতার সংস্কৃতির অবসান করে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। লুটপাটের রাজনীতির কারণে বাংলাদেশ মাথা তুলতে পারেনি। দুর্নীতিবাজ রাজনীতিবীদ, আমলা ও সরকারি কর্মচারী কর্মকর্তাদের মুখোশ জাতির সামনে তুলে ধরতে ছাত্র ও যুবসমাজের ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদি, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, দফতর সম্পাদক মো. মিরাজ খান, ছাত্র মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাকিল হাসনাত, সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমান রিফাত, কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন লিটন, রায়হান উদ্দিন সনি ও মো. সিয়াম মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলন তথ্য সম্পাদক ফয়জুল ইসলাম, এছাড়া ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফোরাম, ইসলামি ছাত্র মজলিস, জাগপা ছাত্রলীগ, গণতান্ত্রিক ছাত্রদল, এনডিএম ছাত্র আন্দোলন, ছাত্র পক্ষের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/২১মার্চ/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
সিন্ধু নদীতে আমাদের পানি অথবা তোমাদের রক্ত প্রবাহিত হবে, ভারতকে বিলাওয়াল
মাইন্ডফুলনেস থেরাপি দূরে করে হাজারো রোগ
পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা