লৌহজংয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ০৯:২২
অ- অ+

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

শুক্রবার বিকালে উপজেলা বিএনপির আয়োজনে লৌহজং গার্লস হাই স্কুল মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কোহিনুর শিকদারের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকত বেপারী, উপজেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, বেজগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম মাঝি, তেউটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাগর হোসেন বেপারী, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বাদল হাওলাদার, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান লাভলু, কনকসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আরমান হোসেন পান্নু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ধলু, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহম্মেদ অভি, উপজেলা সেচ্ছাসেবক দলের ওমর ফারুক রাসেল প্রমুখ৷ ইফতার পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়৷ অনুষ্ঠানটিতে উপজেলা বিএনপির অঙ্গসংগঠন ও পেশাজীবী স্থানীয়রা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২মার্চ/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুবাইয়ে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের জমকালো আয়োজন
মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি বাংলাদেশ ব্যাংকের
বদিসহ সেন্টমার্টিনের ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা