জুলাই অভ্যুত্থানের শহিদদের স্মরণে আইইবির দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর উদ্যোগে জুলাই অভ্যুত্থানের শহিদদের স্মরণে দোয়া ও ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রাজধানীর রমনাস্থ আইইবি মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ দেশের বিভিন্ন প্রকৌশল সংস্থা, দপ্তর, অধিদপ্তর ও প্রাইভেট সেক্টরে কর্মরত প্রায় ১৫০০ প্রকৌশলী অংশগ্রহণ করেন।
ইফতার ও দোয়া মাহফিলে ২০২৪ সালের জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যাঁরা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এছাড়াও দেশের প্রকৌশলীসমাজ ও সর্বস্তরের সাধারণ জনগণের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, ভাইস প্রেসিডেন্ট (একা. ও আন্ত.) প্রকৌশলী খান মনজুর মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি), প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (এস এন্ড ডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এটিএম তানবীর-উল হাসান (তমাল), সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলমসহ আইইবির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ডিভিশন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার ও আইইবির বিভিন্ন কেন্দ্র/উপকেন্দ্রের নেতৃবৃন্দ।
(ঢাকাটাইমস/২২মার্চ/জেবি/এমআর)

মন্তব্য করুন