জুলাই অভ্যুত্থানের শহিদদের স্মরণে আইইবির দোয়া ও ইফতার মাহফিল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ১০:৪৯
অ- অ+

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর উদ্যোগে জুলাই অভ্যুত্থানের শহিদদের স্মরণে দোয়া ও ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর রমনাস্থ আইইবি মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ দেশের বিভিন্ন প্রকৌশল সংস্থা, দপ্তর, অধিদপ্তর ও প্রাইভেট সেক্টরে কর্মরত প্রায় ১৫০০ প্রকৌশলী অংশগ্রহণ করেন।

ইফতার ও দোয়া মাহফিলে ২০২৪ সালের জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যাঁরা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এছাড়াও দেশের প্রকৌশলীসমাজ ও সর্বস্তরের সাধারণ জনগণের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, ভাইস প্রেসিডেন্ট (একা. ও আন্ত.) প্রকৌশলী খান মনজুর মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি), প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (এস এন্ড ডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এটিএম তানবীর-উল হাসান (তমাল), সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলমসহ আইইবির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ডিভিশন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার ও আইইবির বিভিন্ন কেন্দ্র/উপকেন্দ্রের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২২মার্চ/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর
এবার হাসনাতের অতীত টেনে রুমিন ফারহানার পাল্টা জবাব, বললেন...
নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নিন্দা
মুরাদনগরে দানিক সমবায় সমিতিকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা