ডিপিএল: শেষ বলে পারটেক্সের এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ১৮:০৮
অ- অ+

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সপ্তম রাউন্ডের শেষ দিনে আজ (শনিবার) ছিল তিনটি ম্যাচ। তবে বৃষ্টির কারণে বিকেএসপির দুটি ম্যাচ ভেসে গিয়েছে। তবে মিরপুর শের-ই বাংলার মাঠে ঠিকই গড়িয়েছে খেলা। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এদিন ১ উইকেটে হেরেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

জেতার জন্য ২ উইকেট হাতে নিয়ে ১২ বলে লাগবে ১২ রান। কিন্তু পারটেক্স স্পোর্টিং ক্লাব ৪৯তম ওভারে তুলতে পারল মাত্র ২ রান, সঙ্গে একটি উইকেটও হারাল। ফলে শেষ ওভারে জয়ের জন্য ১০ রান প্রয়োজন হয় সাব্বির রহমানদের। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা মো. রাকিব দুই চারে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

মিরপুরে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংকের বিপক্ষে শেষ বলে পারটেক্সের জয় ১ উইকেটে। অগ্রণীর নির্ধারিত ওভারে ১০ উইকেটে ২১৮ রানের জবাবে ২১৯ রান করেছে পারটেক্স। ঢাকা ডিভিশন প্রিমিয়ার ক্রিকেট লিগের ৭ ম্যাচে পারটেক্সের এটা দ্বিতীয় জয়, ৪ পয়েন্ট নিয়ে তারা টেবিলের ৯ নম্বরে।

শেষ ওভারে দুই চার মারা রাকিবেরই পারটেক্সের জয়ে সবচেয়ে বড় অবদান। ১০৩ বলে ৫ চার ও ৫ ছয়ে ৮০ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেছেন আদিল। অগ্রণীর হয়ে আরিফ আহমেদ ও নাঈম হাসান ২টি করে উইকেট নেন, একটি করে পান রবিউল হক, মেহেদী হাসান রানা ও তাবিবুর রহমান।

এর আগে মার্শাল আয়ুবের ৬৪, সাদমান ইসলামের ৩১, শুভাগত হোমের ২৭, রানার ২২ ও কায়েসের ১৯ রানে ভর করে ২১৮ রান করে অগ্রণী। নাঈম জুনিয়র নেন ৩ উইকেট। এই ম্যাচ জিতলে টেবিলের শীর্ষে থাকা আবাহনী লিমিটেডের সমান পয়েন্ট হতো তাদের। ৭ ম্যাচে এখন ১২ পয়েন্ট আবাহনীর, অগ্রণীর নামের পাশে ১০ পয়েন্ট।

(ঢাকাটাইমস/২২ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল করল সরকার
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: বিপিডিবি চেয়ারম্যান
উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনী মতো আচরণ করছে: ছাত্রদল সম্পাদক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা