নির্বাচন বানচাল করার পাঁয়তারা চলছে : মোস্তফা জামাল হায়দার

জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। পরাজিত ফ্যাসিস্টদের পূণর্বাসন ও নির্বাচনকে বানচাল করার জন্যই মূলত দেশকে অস্থির করার পাঁয়তারা করা হচ্ছে।’
সোমবার রাজধানীর তোপখানা রোডের একটি হোটেলে জাতীয় পার্টি (কাজী জাফর) সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্বক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোস্তফা জামাল হায়দার আরো বলেন, জুলাই-আগষ্টে যেভাবে ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে লড়াই করে ফ্যাসিস্ট হাসিনাকে দেশছাড়া করেছে, ঠিক তেমনি আবারো ঐক্যবদ্ধ ভাবে তাদের (আওয়ামী লীগ) পূর্ণবাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে । আমি বিশ্বাস করি, ছাত্র সমাজ এখনো সজাগ আছে,।
এই জাগ্রত ছাত্র সমাজ আওয়ামী ফ্যাসিস্টদের পূর্ণবাসনের যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলকে যে কোনো ত্যাগের বিনিময়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান দেশের এই প্রবীন জননেতা।
জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ন মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, জাতীয় পার্টির( জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিদ।
ইফতারে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৩মার্চ/জেবি/এজে)

মন্তব্য করুন