দেশের কল্যাণে দ্রুত নির্বাচন দিন : আমিনুল হক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৫, ২১:০৮
অ- অ+

অন্তর্বর্তী সরকারকে এই বছরের ভেতরে একটি দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, ‘সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। নানান ষড়যন্ত্র চলছে। তাই দেশ এবং দেশের মানুষের কল্যাণে দ্রুত সময়ের ভেতরে একটি নির্বাচন দিন।’

রবিবার দিনব্যপি রমজানের ২২তম দিনে ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর থানা ৩৪,২৯,৩১ ও শেরে বাংলা নগর থানার ২৭ নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, গত ছয় মাসে আমরা দেখেছি বাংলাদেশের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনও পর্যন্ত স্থিতিশীলতা ফিরে আসে নাই।দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। আজকে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম বেড়েই চলেছে।

এসময়ে সন্ত্রাস চাঁদাবাজি চুরি ডাকাতি রোধে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি শক্তিশালী করার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুন্দর ভাবে সংষ্কারের মাধ্যমেই দেশ পরিপূর্ণ ভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকবে। আমরা চাই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। দেশে স্থিতিশীলতা ফিরে আসুক, যা সবার জন্যই মঙ্গল।

এসময় তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচারের দোসরদের রেখে দেশ পরিপূর্ণ সংষ্কার সম্ভব নয় উল্লেখ করে বলেন, পরিপূর্ণ সংষ্কার ও স্বৈরাচার মুক্ত করতে দেশে একটি নির্বাচিত সরকার দরকার। জনগণের সরকার দরকার। সেই জনগণের সরকারের মাধ্যমেই গত ১৭ বছরের স্বৈরাচারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পরিপূর্ণ সংষ্কার হবে। দেশ স্বৈরাচার মুক্ত হবে এবং দেশে পরিপূর্ণ ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। সাধারণ মানুষকে নিয়েই বিএনপির পথচলা। সাধারণ মানুষকে সাথে নিয়েই বিএনপি একটি সুন্দর সমাজ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ ও একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।

এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফ, মো. শাহ আলম, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, হাজী মো. নাসির উদ্দীন, এমএস আহমাদ আলী, তাসলিমা রিতা, মো. পুর থানা বিএনপি আহ্বায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহবায়ক মীর মো. কামাল হোসেন, মিজানুর রহমান ইসহাক, মোঃপুর থানা ৩৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি অ্যাডভোকেট মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক মো. ওসমান রেজা প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩মার্চ/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উচ্চ রক্তচাপ প্রতিরোধে করে প্রাকৃতিক দাওয়াই বাঙ্গি ফল
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
তাপদাহে শরীর ঠান্ডা রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব সবজি
ভারতে বড় পাল্টা হামলা শুরু পাকিস্তানের, তিন বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা