ঢাকায় ড্যাব নেতাদের ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৫, ২৩:৩০
অ- অ+

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার প্রাক্তন ও বর্তমান সদস্যদের মিলনমেলা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে ঢাকার গুলশানে হোটেল লেকশোরে অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে জাতীয়ভাবে স্বীকৃত প্রায় ২০০ জন চিকিৎসক উপস্থিত ছিলেন, যারা তাদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেছেন। সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এবং পারস্পরিক সম্পর্ক, অভিজ্ঞতা ও ভ্রাতৃত্ববোধ ভাগ করেছেন।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। পাশাপাশি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ভবিষ্যৎ করণীয় ও চিকিৎসকদের অধিকার সংরক্ষণে প্রাক্তন ও বর্তমান সদস্যদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি চিকিৎসকদের ঐক্য, নেতৃত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ছাত্রদলের ভূমিকা ও ভবিষ্যৎ দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আয়োজকরা জানান, এই পুনর্মিলনী শুধুমাত্র সৌহার্দ্য বৃদ্ধির জন্য নয়, বরং এটি চিকিৎসকদের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর
এবার হাসনাতের অতীত টেনে রুমিন ফারহানার পাল্টা জবাব, বললেন...
নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নিন্দা
মুরাদনগরে দানিক সমবায় সমিতিকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা