মগবাজারে রিকশা শ্রমিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময়

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৫, ১৬:০৮| আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৬:১৫
অ- অ+

হাতিরঝিল থানার রিকশা চালকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক ও উন্নয়ন ফোরাম হাতিরঝিলের সভাপতি মু. আতাউর রহমান সরকার।

রবিবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ৩৫০ জন রিকশা শ্রমিক নিয়ে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রমনা রিকশা ট্রেড ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি কবির আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রিকশা শ্রমিক ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাহবুব আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সহ-সম্পাদক ডা. সুলতান মাহমুদ। বক্তব্য দেন হাতিরঝিল পশ্চিম সভাপতি আব্দুল ওয়াদুদ সর্দার, সেক্রেটারি আলমগীর হোসেন প্রমুখ। এতে ৩৫০ জন রিকশা শ্রমিক অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, জামায়াতে ইসলামী শ্রেণি বৈষম্য পছন্দ করে না। শ্রমজীবী মানুষকে তাদের বন্ধু মনে করে। বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলো কাউকে ক্ষমতা থেকে নামাতে ও বসাতে শ্রমজীবী মানুষকে ব্যবহার করলেও জামায়াত এই কাজ কখনো করে না।

তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদের মৌলিক অধিকার পূরণে হতে হবে আন্তরিক।

(ঢাকাটাইমস/২৪মার্চ/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা