আর্চারকে ‘কালো ট্যাক্সি’ বলে তোপের মুখে হরভজন সিং

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৫, ১৯:১১
অ- অ+

ক্রীড়াঙ্গনে বর্ণবিদ্বেষ এখন বড় অপরাধ। বিভিন্ন প্রতিযোগিতার আয়োজকরা শুরুতেই স্পষ্ট বার্তা দেন, কোনোভাবেই বর্ণবিদ্বেষী মন্তব্য বরদাস্ত করা হবে না। তবুও যেন ঘৃণ্য এ প্রথার কালো থাবা থেকে মুক্তি মিলছে না ক্রীড়াবিদদের। মানবিক এ দোষকে যেন কোনোভাবেই মুছে ফেলা যাচ্ছে না ক্রীড়াঙ্গন থেকে।

আইপিএলের ধারাভাষ্য দেওয়ার সময় রাজস্থান রয়্যালসের ইংলিশ পেসার জোফরা আর্চারকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। এই মন্তব্য ভালোভাবে নেননি ক্রিকেটপ্রেমীরা। শুরু হয়েছে বিতর্ক। অনেকেই দাবি করেছেন, হরভজনকে ক্ষমা চাইতে হবে।

বর্ণবিদ্বেষী মন্তব্য করায় ভারতীয় ক্রিকেট বোর্ড শাস্তি দিতে পারে হরভজনকে। আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ পড়তে পারেন তিনি। ইতোমধ্যে এই তালিকা থেকে বাদ পড়েছেন ইরফান পাঠান। তার বিরুদ্ধে অভিযোগ, ধারাভাষ্য দেওয়ার সময় ব্যক্তিগত রাগ থেকে ক্রিকেটারদের নিশানা করেন তিনি। সেই তালিকায় এবার পড়তে পারেন ভারতের আরও এক সাবেক ক্রিকেটার হরভজনও।

ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে। প্রথমে ব্যাট করতে নেমে ২৮৬ রান করে হায়দরাবাদ। রাজস্থানের প্রায় সব বোলারই দেদারসে রান দিয়েছেন। তবে সবচেয়ে বেশি রান দিয়েছেন ইংলিশ পেসার আর্চার। চার ওভাবে ৭৬ রান দিয়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান দেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

আর্চার যখন বল করছিলেন তখন ধারাভাষ্য দিচ্ছিলেন হরভজন। আর্চারকে মার খেতে দেখে তিনি বলেন, ‘লন্ডনে কালো ট্যাক্সির মিটার যেমন চড়চড় করে বাড়ে, তেমনই এখানে আর্চারের মিটার চড়চড় করে বাড়ছে।’ হরভজনের ‘কালো ট্যাক্সি’ মন্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকে। ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ ক্রিকেটার আর্চারকে ব্যঙ্গ করে তিনি এই উদাহরণ দিয়েছেন বলে অভিযোগ।

খেলাধূলায় এখন বর্ণবিদ্বেষ খুব বড় অপরাধ। ক্রিকেট হোক বা ফুটবল, কারও বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখা হয়। কোনও প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আয়োজকরা স্পষ্ট বার্তা পাঠান, কোনোভাবেই বর্ণবিদ্বেষী মন্তব্য বরদাস্ত করা হবে না। এখনও এই বিতর্ক নিয়ে হরভজন মুখ খোলেননি। ভারতীয় ক্রিকেট বোর্ডও কিছু জানায়নি। তবে যদি রাজস্থান কোনও অভিযোগ করে বা বিতর্ক বাড়তে থাকে, সে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড হরভজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ধারাভাষ্যকারদের তালিকা থেকে তাকে বাদ দেওয়া হতে পারে।

হরভজনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ নতুন নয়। ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময় সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসকে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ ওঠে হরভজনের বিরুদ্ধে। অভিযোগ, হরভজন তাকে ‘মাঙ্কি’ বা বাঁদর বলেছিলেন। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন হরভজন। তার পরেও তাঁকে শাস্তি পেতে হয়েছিল। নির্বাসিত করা হয়েছিল হরভজনকে। এই ঘটনা ‘মাঙ্কিগেট’ নামে পরিচিত। আইপিএলে প্রতিপক্ষ ক্রিকেটার এস শ্রীসন্থকে মাঠেই চড় মেরেছিলেন হরভজন। সেই ঘটনা নিয়েও বিতর্ক হয়েছিল। আরও এক বার বিতর্কে জড়ালেন হরভজন।

(ঢাকাটাইমস/২৪ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল করল সরকার
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: বিপিডিবি চেয়ারম্যান
উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনী মতো আচরণ করছে: ছাত্রদল সম্পাদক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা