মোশাররফ করিমের সঙ্গে ঈদের দুই নাটকে ঊর্মী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৫, ১৬:৩৪
অ- অ+

মোশাররফ করিমের সঙ্গে ঈদের দুটি একক নাটকে কাজ করলেন উঠতি অভিনেত্রী কাম মডেল ঊর্মী আহমেদ। নাটক দুটি হলো-‘বউ ভাড়া’ ও ‘সানগ্লাস ফ্যামিলি’। একটি প্রচার হবে চ্যানেল আইতে অন্যটি আরটিভিতে।

ঊর্মী বলেন, ‘মোমাররফ করিম ভাইয়ের মতো অত বড় অভিনেতার সাথে কাজ করতে পারা ভাগ্যের ব্যাপার। তার সাথে কাজ করতে গিয়ে প্রথম প্রথম ক্যামেরার সামনে খুব ভয় কাজ করেছিল। তিনিই আমাকে সহজ করে দিয়েছেন। কাজ করতে গিয়েই মনে হয়েছে, তিনি শুধু একজন বড় অভিনেতাই নন, একজন ভালো মানুষও।’

বিটিভিতে মাহফুজা আক্তারের প্রযোজনায় কাজী নজরুল ইসলামে ‘মেঘবালিকা’ নাটকের মাধ্যমেই ছোটপর্দায় অভিষেক ঊর্মী আহমেদের। এরপর নাটক, টিভিসিসহ ইউনিসেফের অসংখ্য সমাজ সচেতনতামূলক প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।

রায়হান রাফির ‘ফ্রাইডে’ চলচ্চিত্রে অভিনয় করাকে তিনি তার ক্যারিয়ারে ইতিবাচক হিসেবে মনে করেন। ‘পিনিক’ চলচ্চিত্রে আদর আজাদের ছোট বোনের চরিত্রে অভিনয় করেও অনেক ভালো লেগেছে তার।

ঊর্মী অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে- লাভ এন্ড রিভেন্স, মুক্তি, শুভযাত্রা , বাবার সম্বল বাবা আর নেই, প্রবাসী ছেলের কোরবানি, বয়রা বউ শাশুড়ি, নিঃশ্বাস, অসহায় বউ, প্রবাসী তিন বউ, শুয়ের মত সোজা, টিকটকার বউ, বৃষ্টি এলো প্রেম এলো অন্যতম।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এলএম/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
A Monumental Work at Risk: Why Mobasher Ali, Chief editor of the History of Comilla District Must Be Preserved
Reimagining Management Education: The Role of Quantum Mechanics as a Metaphorical Lens for Complex Leadership
চরফ্যাশনে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
রক্তাস্বল্পতা দূর করে প্রাকৃতিক মহৌষধ ভেষজ আমড়া, ক্যানসার প্রতিরোধও সিদ্ধহস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা