সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে: টুকু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৫, ২১:৫৬
অ- অ+

সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে প্রয়োজনীয় সংস্কার করবে। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আমরা ৩১ দফার ভিত্তিতে আন্দোলন করেছি। অন্তর্বর্তী সরকার বোধহয় তা পছন্দ করেনি। তাই তারা সংস্কার সংস্কার করছে।

বুধবার বিকালে টাঙ্গাইল সদর উপজেলার ৫ নং ছিলিমপুর ইউনিয়ন বিএনপি এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতি রোধে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে সংস্কারের মাধ্যমেই দেশ পরিপূর্ণভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকবে।

তিনি বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। সাধারণ মানুষকে নিয়েই বিএনপির পথচলা। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি একটি সমৃদ্ধশালী দেশ ও একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।

নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, ‘আমাদের যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এ দেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে।

তিনি বলেন, আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে জনগণের ভোটাধিকার নিশ্চিত থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু , টাঙ্গাইল সদর উপজেলা সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজ করিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, জহুরুল ইসলাম বাদল,সাবেক চেয়ারম্যান,,টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বাদল, ৫নং ছিলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাদিম আহমেদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২৬মার্চ/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান 
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা