নয় দিনের ছুটি শেষে শুরু কর্মব্যস্ততা, চিরচেনা রূপে ফিরল রাজধানী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৫, ১১:৪২| আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১২:০৩
অ- অ+
ফাইল ফটো

ঈদ উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। আজ খুলেছে অফিস-আদালত। এর ফলে নগরীতে শুরু হয়েছে কর্মব্যস্ততা, ফিরেছে তার চিরচেনা রূপে। আজ প্রথম কর্মদিবসে রাজধানীতে বেড়েছে গাড়ির চাপ। সৃষ্টি হয়েছে চিরচেনা যানজট।

রবিবার রাজধানীর বেশ কয়েকটি সড়ক ঘুরে যানজটের চিত্র দেখা গেছে।

সরজমিন ঘুরে দেখা গেছে, আজ প্রথম কর্মদিবসে রাজধানীর প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজট। তবে সকাল সাড়ে ৮টার পর থেকে সড়কে গণপরিবহনের উপস্থিতি সীমিত থাকায় অফিসগামী মানুষের উপচেপড়া ভিড় ছিল। সে সময় যানজটের দেখা না মিললেও বেলা বাড়তেই শুরু হয় যানজট। অফিস-আদালত খোলায় দীর্ঘ ছুটি শেষে যানবাহনে যাত্রীর পূর্ণতায় খুশিভাব প্রকাশ করছেন পরিবহন শ্রমিকরা।

এদিকে প্রথম কর্মদিবসের সকালে সড়কে গাড়ির উপস্থিতি কম থাকায় এক যাত্রী বলেন, “এতদিন ছুটি কাটিয়ে আজ প্রথম অফিস যাচ্ছি। রাস্তায় গাড়ি খুব কম। দু-একটা যা গাড়ি আসছে সেগুলোর গেটে ঝুলেও যাওয়ার অবস্থা নেই। এখন সিএনজি বা বাইক নিয়ে চলে যেতে হবে, কিছু করার নেই। প্রথম অফিস দেরি করা যাবে না।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা