সিংগাইরে থানায় মদ্যপ অবস্থায় হট্টগোল, দুই যুবদল নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৫, ১৩:২৬| আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৪:৪২
অ- অ+

মানিকগঞ্জের সিংগাইর থানায় মদ্যপ অবস্থায় গিয়ে পুলিশের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজের অভিযোগে দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে থানায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন— সিংগাইর পৌর যুবদলের সদস্যসচিব শফিকুল ইসলাম ওরফে জীবন (৪৫) এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে থানায় যান ওই দুই যুবদল নেতা। এ সময় তারা পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। পরে পুলিশ তাদের মদ্যপ অবস্থায় আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, গ্রেপ্তারকৃতরা থানায় এসে এক এজাহারভুক্ত আসামিকে ছাড়াতে চাপ দেন। মদ্যপ অবস্থায় তারা পুলিশকে গালিগালাজ করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইন অনুযায়ী তাদের আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, ঘটনার বিষয়ে দল অবগত রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সংগঠনের কেউ যদি আইনবিরোধী কাজে জড়িত থাকেন, তবে তার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

(ঢাকা টাইমস/০৬এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা