একই রশিতে ঝুলছিল মা-ছেলের নিথর দেহ

ঝালকাঠির নলছিটিতে একই রশিতে গাছে ঝুলন্ত অবস্থায় এক নারী ও তার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— উপজেলার রায়পুর গ্রামের হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম ( ৫৩) ও ছেলে আসাদ মাঝি (৩৫)।
এটি হত্যা নাকি আত্মহত্যা তা উদঘাটনে কাজ করছে পুলিশ। তবে স্থানীয় কয়েকজনের দাবি, মা ও ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, সকালে স্থানীয়রা মা ও ছেলেকে বাড়ির পাশের একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি বলেন, ‘এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। তার আগে কিছু বলা যাচ্ছে না।’
স্থানীয় একটি সূত্র বলছে, রুবি বেগমের ছেলে আসাদ মাঝির সঙ্গে একই এলাকার এক নারীর পরকীয়া সম্পর্ক ছিল। কিছুদিন আগে ওই মহিলা বাড়ি ছেড়ে অজানা কোনো স্থানে চলে যায়। ওই মহিলাকে এনে দেওয়ার জন্য তার ভাইয়েরা আসাদ ও তার পরিবারের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করে আসছে। তারাই মা ও ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখতে পারে।
(ঢাকা টাইমস/০৬এপ্রিল/এসএ)

মন্তব্য করুন