গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা: ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে তরুণদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৫, ১৩:২৭| আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৫:২৫
অ- অ+

যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও গত কয়েকদিন টানা ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। এর প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করেছেন একদল তরুণ।

সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দূতাবাস এলাকায় ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে মিছিল বের করেন ওই তরুণরা। পরে তারা মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলের সামনে অবস্থান নেয় পুলিশ।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘ফিলিস্তিনে গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না।’

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার তারেক মাহমুদ বলেন, ‘ছাত্র-জনতা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে নতুন বাজারের দিকে আসে। এখানে তারা অবস্থান করছে। মিছিল শেষে তারা চলে যাবে।’

এদিকে সোমবার সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও। তারা এক প্রকার মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। ওই এলাকা দিয়ে যাতায়াতকারী অধিকাংশ মানুষকে তল্লাশি করা হচ্ছে।

এর আগে সকাল থেকে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুপুরে চিন্ময়ের জামিন, সন্ধ্যায় স্থগিত চেম্বার আদালতে
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের ঢাকা-খুলনা-গোপালগঞ্জের জমি-বাড়ি ক্রোক
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা