পল্লবীতে ৮ মামলার আসামিসহ ৪ জন গ্রেপ্তার, ২০ কেজি গাঁজা ও হেরোইন উদ্ধার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৫, ২৩:২৪| আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ২৩:৫৭
অ- অ+

খুন, ছিনতাই, মারামারি ও মাদকসহ ৮ মামলার আসামি মো. রনি ওরফে আল আমিন ওরফে জয় (২৫) সহ চারজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

গ্রেপ্তার অপর আসামিরা হলেন, রনির সহযোগী পেশাদার মাদক কারবারি মো. মাকসুদ (২৫), মো. সাকিবুল হাসান (২৩) ও মো. সুরুজ রহমান (২৪)।

রবিবার দিবাগত রাতে পল্লবী সেকশন-১১ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পল্লবী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

সোমবার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

পল্লবী থানা সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে থানার একটি টিম গতরাতে সেকশন-১১ এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি রনি, মাকসুদ, সাকিবুল ও সুরুজকে গ্রেপ্তার করে।

এসময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা ও ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। তারা উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রয়ের জন্য নিজেদের হেফাজতে রেখেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা