পল্লবীতে চার পুলিশকে আহত করে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর পল্লবীতে পুলিশকে আহত করে ওয়ারেন্টভুক্ত আসামি বাপ্পী হ্যান্ডকাফ নিয়ে পালানোর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল আসামি মাদক কারবারি বাপ্পী এখনো পলাতক। উদ্ধার হয়নি হ্যান্ডকাফও।
সোমবার রাতে পল্লবী থানার খিচুড়িপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক আসামি বাপ্পীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
এদিন রাতে ওয়ারেন্টভুক্ত আসামি বাপ্পীকে গ্রেপ্তারের পর পুলিশকে লক্ষ্য করে সংঘবদ্ধ একটি চক্র আকস্মিক হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে বাপ্পীকে ছিনিয়ে নেওয়া হয়, এতে চার পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে পল্লবী থানার এসআই মওদুদসহ চারজনকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, বাপ্পী মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাকে গ্রেপ্তারের পর তার সঙ্গীরা পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় একাধিক নারী ঢাল হয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে পড়ে এবং আসামিকে ছিনিয়ে নেয়।
ঘটনার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— শবনম, ডলি, সোহাগ ও জসিম। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই পূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘এটি একটি সংঘবদ্ধ মাদক চক্রের পরিকল্পিত হামলা। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় চারজনের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা হবে।’
এদিকে ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাজুড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
(ঢাকাটাইমস/৮এপ্রিল/এলএম/এজে)

মন্তব্য করুন