শামলীতে ‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের ৬ সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৫, ১০:৪২| আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১১:১৯
অ- অ+

রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই, ১৬টি চাপাতি, তিনটি ছুরি, দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা ও দুটি হাতবোমা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিনগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আদাবর থানাধীন শ্যামলী হাউজিং এলাকায় অপরাধীদের সম্ভাব্য উপস্থিতির খবর পেয়ে মোহাম্মদপুরের বসিলা সেনা ক্যাম্প থেকে একটি চৌকস সেনা দল অভিযান চালায়। মঙ্গলবার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই অভিযানে সংশ্লিষ্ট একটি বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালানো হয় এবং চক্রের ছয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকাজুড়ে আরও একটি সার্চ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল সংখ্যক দেশীয় ধারালো অস্ত্র ও দুটি হাতবোমা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অস্ত্রসহ আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা