ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর মুরাদ গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি করপোরেশন ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে মিরপুর আহমেদ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগের সদস্যরা।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ‘মিরপুর ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেনকে মিরপুর আহমেদ নগর থেকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএম/এজে)

মন্তব্য করুন