বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৫, ২২:০১
অ- অ+

গলায় ফাঁস নিয়ে এক নারী আত্মহত্যা করেছে এমন খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। বাসাটির একটি তালাবদ্ধ কক্ষ দেখে সন্দেহ হলে সেটি খুলতেই মেলে ৮৬ কেজি গাঁজা। এ ঘটনায় আত্মহত্যা করা নারীর স্বামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম- মো. তাফসির (৩০)।

বুধবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এসময় ওই নারীর মরদেহ উদ্ধারসহ মাদকগুলো জব্দ করে ভাটারা পুলিশ।

এদিন বিকালে ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার তারেক মাহমুদ ঢাকা টাইমসকে এসব তথ্য জানান।

এ বিষয়ে ভাটারা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, এদিন সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় এক নারী তার স্বামীর মারপিট ও নির্যাতনে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে, এমন খবরে ভাটারা থানা পুলিশের সদস্যরা ওই বাসায় গিয়ে নারীটির মরদেহ উদ্ধার করে। তবে বাসাটির একটি তালাবদ্ধ কক্ষ দেখে পুলিশের সন্দেহ হলে, সেটি খুলতে বাঁধা দেয় তাফসিরের মা। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে কক্ষটি খুলে ৮৬ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় তাফসির নামের ওই যুবকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া মৃত নারীকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা