টঙ্গীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে টঙ্গীর আমবাগান পাগাড় এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোরীর নাম মদিনা আক্তার (১৪)। তিনি শেরপুরের ঝিনাইগাতী থানার পাজারিকুরা গ্রামের পিয়ারুল ইসলামের মেয়ে। মদিনা পাগার এলাকার জনৈক শাহ আলমের ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পার্শ্ববর্তী ফ্ল্যাটের এক ভাড়াটিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় মদিনার। এর কিছুক্ষণ পর মদিনা তার নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে রাত ৯টার দিকে পরিবারের সদস্যরা মদিনাকে ডাকতে গিয়ে ওই কক্ষের দরজা বন্ধ পেয়ে পুলিশে খবর পাঠায়।
খবর পেয়ে পুলিশ ওই কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’
(ঢাকাটাইমস/১১এপ্রিল/এজে)

মন্তব্য করুন