নারায়ণগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার মিজমিজি পশ্চিমপাড়ার একটি ডোবার পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মিজমিজি এলাকার মৃত আব্দুস ছামাদের মেয়ে লামিয়া আক্তার (২২), তার বড় বোন স্বপ্না আক্তার (৩৫) ও লামিয়ার চার বছর বয়সি ছেলে আব্দুল্লাহ।
এ ঘটনায় লামিয়ার স্বামী মো. ইয়াসিনকে আটক করেছে পুলিশ।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।
তিনি বলেন, ‘স্থানীয়রা ডোবার পাশে একটি খণ্ডিত হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি বস্তা উদ্ধার করে। বস্তা খুলে দেখা যায়, সেখানে খণ্ডিত তিনটি মরদেহ রয়েছে। এর মধ্যে দুজন নারী এবং একজন শিশু।’
ওসি আরও জানান, ‘মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানা পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আটক ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাস্তার পাশের একটি পরিত্যক্ত স্থানে গন্ধ পেয়ে ইট সরিয়ে কয়েকটি বস্তা দেখতে পান তারা। পরে বস্তা খুলে খণ্ডিত মরদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়রা জানান, নিহত লামিয়া আক্তার পোশাক কারখানায় চাকরি করতেন। তার চার বছরের সন্তান আব্দুল্লাহ ও মানসিক প্রতিবন্ধী বড় বোন স্বপ্নাকে নিয়ে স্বামী ইয়াসিনের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন।
তাদের দাবি, ইয়াসিন মিয়া নেশাগ্রস্ত। কয়েকদিন ধরে স্ত্রী লামিয়ার সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল। তারই জেরে স্ত্রী-সন্তান এবং শালীকে হত্যা করেছে ইয়াসিন।
(ঢাকা টাইমস/১১এপ্রিল/এসএ/এজে)

মন্তব্য করুন